Politics
সাবেক সাংসদ আ ন ম শামসুল ইসলাম রিমান্ডে জামায়াতের নায়েবে আমির

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ভাটারা থানার মামলায় জামায়াতের নায়েবে আমির ও সাবেক সাংসদ আ ন ম শামসুল ইসলামসহ দুজনকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ শুক্রবার এই আদেশ দেন।ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক রনপ কুমার। রিমান্ডপ্রাপ্ত অপর আসামি হলেন শামসুল ইসলামের বাবুর্চি ইমাম হোসেন। আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ৭ সেপ্টেম্বর রাজধানীর ভাটারা থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এ দুজনকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।