Sports

ষষ্ঠবার ইউরোপা লিগ জিতল সেভিয়া। হাড্ডাহাড্ডি ম্যাচে ইন্টার মিলানকে ৩–২ গোলে হারাল জুলেন লেপেতেগির ছেলেরা। এই নিয়ে গত ছ’বছরে তিনবার এই টুর্নামেন্ট জিতল স্পেনের ক্লাবটি।
শুক্রবার রাতে ম্যাচের শুরু থেকেই আক্রমণ–প্রতিআক্রমণে খেলা চলতে থাকে। কিন্তু প্রথম পাঁচ মিনিটেই পেনাল্টি পায় ইন্টার। যা থেকে গোল করে ইটালির দলটিকে এগিয়ে দেন লুকাকু। কিন্তু এরপরই খেলায় ফেরে সেভিয়া। ১২ এবং ৩৩ মিনিটে জোড়া গোল করে দলকে এগিয়ে দেন লুক দে অং। যদিও সেই লিড দু’মিনিটও স্থায়ী হয়নি। ৩৫ মিনিটে দিয়োগো গডিন গোল করে সোভিয়া কে সমতায় ফেরান। এরপর গোটা প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধেও বেশ জমজমাট খেলা হয়। কিন্তু ৭৪ মিনিটে লুকাকুর একটি ছোট্ট ভুল ইতালির দলটির কাপ জয়ের স্বপ্ন ধূলিসাৎ করে দেয়। বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে ফেলেন তিনি। শেষ কয়েক মিনিটে গোল শোধের মরিয়া চেষ্টা করেও সফল হতে পারেনি ইন্টার