Miscellineous

আপাতত বাংলাদেশে কোনো অফিস করবে না ফেসবুক । সামাজিক যোগাযোগ মাধ্যমটি বাংলাদেশের জন্য মার্কেট স্পেশালিস্ট একটি পদে নিয়োগ দেবে।
ফেসবুকের এক বিজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
ফেসবুক কনটেন্টের পাবলিক পলিসি ম্যানেজার বরুন রেড্ডি বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বলেন, ফেসবুক জঙ্গিবাদ, সহিংসতা, ভুয়া খবর, নিপীড়ন, মৌলবাদী কনটেন্ট নিয়ে কঠোর অবস্থান নিয়েছে। বাংলা ভাষার কনটেন্ট পর্যালোচনার জন্যও ভারতীয় ও বাংলাভাষী বিশেষ টিম কাজ করে।
তিনি বলেন, গত জানুয়ারি থেকে মার্চ—এ তিন মাসে ৩ কোটি ৩৬ লাখ গ্রাফিকস সহিংস কনটেন্ট সরানো হয়েছে। এর মধ্যে কিছু বাংলা কনটেন্ট আছে। এ ছাড়া অশ্লীল ছবি ও ভিডি, সন্ত্রাসী কর্মকাণ্ড, ঘৃণা সৃষ্টিকারী মন্তব্য, ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ চাকরিতে কাজের বিবরণ সম্পের্কে ফেসবুক বলেছে, পূর্ণকালীন ওই পদে চাকরি হলে ফেসবুক ব্যবহারকারীকে নানা রকম সহযোগিতা করতে হবে। প্রয়োজনে দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক মার্কেটের জন্যও সহযোগিতা করতে হবে। এ ছাড়া ফেসবুকের জন্য নানা ধরনের সুযোগ বের করতে হবে। বিভিন্ন সংকেত বিশ্লেষণ করে প্রয়োজনীয় ইনসাইট তৈরি করতে হবে।
যোগ্যতা : ৫ বছরের কাজের অভিজ্ঞতা ও মাস্টার্স ডিগ্রিধারীরা এ পদে আবেদন করতে পারবেন। ডেটা অ্যানালাইসিস ও ভিজুয়ালাইজেশনে দক্ষ হতে হবে। এ ছাড়া প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে যথেষ্ট পারদর্শী হতে হবে।
কর্মস্থল : এ পদে নিয়োগ পেলে কর্মীকে সিঙ্গাপুরে ফেসবুকের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কার্যালয়ে কাজ করতে হবে।
যেভাবে আবেদন করবেন : ফেসবুকের এই পেজে গিয়ে ওই পদে আবেদন করতে পারবেন যে কোনো যোগ্য প্রার্থী।