Bangladesh

পাটুরিয়ায় এখন গাড়ির অপেক্ষায় ফেরি
Photo

পাটুরিয়ায় এখন গাড়ির অপেক্ষায় ফেরি

পাটুরিয়া ঘাটের মানিকগঞ্জ পাড়ায় যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা ও পণ্যবাহী যানবাহনের শ্রমিকদের অপেক্ষা করতে হয়েছে দুই থেকে তিন দিন। ফেরির নিত্য সঙ্গী ছিল দুর্ভোগ। যাত্রী ও যানবাহনের চাপের কারণে দুই দিন আগেও এই ঘাটে ব্যাপক যানজট ছিল।


পদ্মা সেতু চালু হওয়ায় পাটুরিয়া ঘাটের এই ধারণা পাল্টে গেছে। যত তাড়াতাড়ি যানবাহন এবং যাত্রীরা ফেরিতে চড়ে। এমন কিছু সময় আছে যখন ফেরিগুলোকেও গাড়ির জন্য অপেক্ষা করতে হয়।
সোমবার ভোর থেকে আজ দুপুর পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকায় এ ব্যতিক্রমী চিত্র চোখে পড়ে। ফেরিতে, মানিকগঞ্জ ও রাজবাড়ীতে অঘটন ছাড়াই দৌলতদিয়া নৌপথে যানবাহন ও যাত্রীরা পারাপার করছে। রোববার থেকে মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরায় পদ্মা বহুমুখী সেতু দিয়ে যান চলাচল শুরু হলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে মানুষ ও গাড়ির যানজট কম হয়।


ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ঘাট এলাকার দুটি ট্রাক টার্মিনালই ফাঁকা। রাস্তাঘাটে সারি সারি পণ্যবাহী যানবাহন নেই। কোনো যাত্রীবাহী বাস রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছে না। যানবাহন ও যাত্রীরা ঘাট এলাকায় পৌঁছা মাত্রই ফেরির টিকিট নিয়ে ফেরিতে ওঠে। লঞ্চ ডকে যাত্রীদের ভিড় নেই। ঘাটে এখন যাত্রীর কোলাহল কম। উপরন্তু, হকার এবং হোটেল কর্মীরা এখন আর ব্যস্ত নেই.
নরসিংদীর ঘোড়াশাল থেকে সাতক্ষীরার ভোমরায় রস পরিবহন করছেন ৩০ বছর বয়সী ট্রাকচালক জাহাঙ্গীর হোসেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে ফেরির টিকিট নিতে পাটুরিয়া ট্র্যাক্টর টার্মিনালে আসা পরিবহন শ্রমিক এটাকে স্বস্তি হিসেবে দেখছেন। এই ঘাটে আসতে কি লজ্জা, সূর্য উঠার সাথে সাথেই বললেন। দু-তিন দিন ডকে বন্দী ছিলাম; নাওনখাওন ঘাটে আমার কাজ ছিল। কষ্ট সহ্য করাই মুখ্য। আজ যখন ঘাটে উঠলাম, তখনই টিকিট পেয়ে গেলাম।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের হিসাবও ইঙ্গিত করেছে যে পাটুরিয়া (বিআইডব্লিউটিসি) দিয়ে কম যানবাহন পদ্মা পাড়ি দিচ্ছে। কোম্পানির আরিচা অফিস জানায়, ২০ জুন থেকে গত শনিবার (২৪ জুন) সকাল ৬টা পর্যন্ত প্রতিদিন গড়ে ৩,৬০০টি বিভিন্ন যানবাহন নদী পাড়ি দিয়েছে। আর শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত দুই হাজার ৬শ’ যানবাহন পারাপার হয়েছে। বাস, ডেলিভারি ট্রাক, প্রাইভেট কার এবং মোটরসাইকেল উপলব্ধ যানবাহনের মধ্যে রয়েছে।


আজ বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসে চড়ে পাটুরিয়ার ঘাটুরিয়া ৩ নম্বরের পন্টুনে কথা বলছিলেন ৪৫ বছর বয়সী কাইয়ুম হোসেন। তিনি ঢাকা থেকে নিজ গ্রামের চুয়াডাঙ্গা সদরে যাচ্ছিলেন। বেদনাদায়ক অভিজ্ঞতার বর্ণনা দিয়ে কাইয়ুম বলেন, "আমাকে ব্যবসার জন্য মাসে দুই থেকে তিনবার ঢাকায় যেতে হয়। বাস্তবে নদী পার হতে বেশ কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়। কিন্তু আজ যখন বাসটি ঘাটে উঠল, তখন তা। সঙ্গে সঙ্গে ফেরিতে গেল!


সার্বিক পরিবহন বাসের পাটুরিয়া ঘাট সুপারভাইজার আবদুর রশিদ জানিয়েছেন, যানবাহনগুলোকে আর ঘণ্টার পর ঘণ্টা ফেরির জন্য মহাসড়কে অপেক্ষা করতে হবে না। ফেরি চলাচলের সময় বিপরীত গাড়িটিকে অপেক্ষা করতে হবে। ঘাটের কাছে আসা প্রতিটি গাড়ি সরাসরি ফেরির দিকে যাচ্ছে। চালক ও সহকারীরা এখন স্বস্তিতে।


বিআইডব্লিউটিএর লঞ্চ ডকে ট্রাফিক ইন্সপেক্টর (পরিবহন) তোফাজ্জল হোসেনের সঙ্গে কথা হয়। বছরের এই সময়ে তিনি দাবি করেন, লঞ্চের যাত্রী সাধারণত কম থাকে। এরপরও গত দুই দিন লঞ্চটিতে যাত্রী কম ছিল।
বিআইডব্লিউটিসি আরিচা অফিসের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ খালেদ নেওয়াজের মতে, পদ্মা সেতু দক্ষিণ-পশ্চিমের ২১টি জেলার বাসিন্দাদের জন্য আশীর্বাদস্বরূপ। সেতুটি চালু হলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গাড়ি ও যাত্রী উভয়েরই যানজট কম হয়। যানবাহন ও যাত্রীরা স্বাচ্ছন্দ্যে পারাপার করছে। তবে আসন্ন ঈদে সড়কে কম যানবাহন থাকবে। এই নৌপথে সব আকারের ২০টি ফেরি রয়েছে।


 

Search

Follow us

Read our latest news on any of these social networks!


Get latest news delivered daily!

We will send you breaking news right to your inbox

About Author

Like Us On Facebook

Calendar