Sports

নেইমারের রোমান্টিক টুইস্ট।
Photo

বাংলা সিনেমাপ্রেমী হয়ে থাকলে হয়তো বর্ণনা শুনতেই আপনার কল্পনায় এমন অনেক দৃশ্য ভেসে উঠছে। হয়তো মস্তিষ্কের কোনো কোণে সুরটাও বাজতে শুরু করেছে। নেইমার কিংবা বার্সেলোনার ভক্তমনেও এখন বুঝি একই সুর বাজার সময় হলো আবার।

সেই ২০১৭ সালের আগস্টে নেইমার বার্সেলোনা ছেড়ে বিশ্ব রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরোতে পিএসজিতে যাওয়ার পর থেকে এই সুর অনেকবার বেজেছে। কিন্তু বারবারই রোমান্টিক সুর হঠাৎ থেমে গেছে, নায়ক-নায়িকার হয়েছে বিচ্ছেদ। বিচ্ছেদ কী, ঝগড়াই শুরু হয়েছে। একদিন পাওনা বেতন-বোনাসের দাবিতে বার্সার বিরুদ্ধে নেইমার চলতে থাকা মামলা আবার নেড়েচেড়ে উঠেছে, পরের দিন হয়তো বার্সার দিক থেকে রব ওঠে, নেইমার ক্লাবের সঙ্গে কেমন প্রতারণা করেছেন তা নিয়ে।

কিন্তু মারদাঙ্গা চলচ্চিত্রে আবার বুঝি এল রোমান্টিক টুইস্ট! বারবার ধাক্কা খেয়েও প্রেম বুঝি ফিরে ফিরে আসছে। স্প্যানিশ সংবাদমাধ্যমে গুঞ্জন, নেইমার আবার বার্সার সঙ্গে যোগাযোগ করছেন। ২৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরতে চান বার্সায়। বার্সাও তাঁকে ফিরে পেতে চায়। তবে তীব্র অর্থকষ্টে ভুগতে থাকা বার্সা নেইমারকে এই মৌসুমে কিনতে পারবে কি না, তা সংশয়ে। 

এর মধ্যে বার্সার জন্য বড় সুখবর হয়ে এসেছে, নির্বাচনে জিতে ক্লাবের সভাপতির চেয়ারে ফিরেছেন ২০০৩ সাল থেকে বার্সার সভাপতি থাকা হোয়ান লাপোর্তা। মেসির সঙ্গে তাঁর সম্পর্ক খুব ভালো বলে মেসির বার্সায় থেকে যাওয়ার সম্ভাবনাও তাই বেড়েছে।

সময় ভালো গেলে সবদিক থেকেই হয়তো সুখবর আসতে শুরু করে! নেইমারের বার্সায় ফিরতে চাওয়ার গুঞ্জন নতুন করে চাউর হওয়া সেটিরই প্রমাণ। নতুন করে গুঞ্জনটা বেশি করে শুরু হয়েছে গত শনিবার ফরাসি লিগে লিলের বিপক্ষে পিএসজির ১-০ গোলে হারের পর।

নিজেদের মাঠে সেই ম্যাচে হেরে লিগের শিরোপাদৌড়ে পিএসজি পিছিয়ে গেছে, ৩১ ম্যাচ শেষে শীর্ষে থাকা লিলের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে আছে পয়েন্ট তালিকার দুই নম্বরে। এর মধ্যে সেই ম্যাচের শেষ দিকে এসে দ্বিতীয় হলুদ কার্ড দেখেছেন নেইমার—ফরাসি লিগে সর্বশেষ ১৪ ম্যাচে তাঁর তৃতীয় লাল কার্ড!

এসবের সঙ্গে যোগ করে নিন, মাস দুয়েক আগে নেইমারের চুক্তি নবায়নের কাছাকাছি চলে যাওয়ার খবরের পর থেকে সেদিকের আর কোনো ‘আপডেট’ পাওয়া যায়নি। একেবারে ‘অল কোয়ায়েট অন দ্য নর্দান ফ্রন্ট’ আর কি! ফ্রান্স স্পেনের উত্তরদিকে কিনা! লিলের বিপক্ষে ম্যাচের পর আবার স্প্যানিশ-ফরাসি দুই সংবাদমাধ্যমে আওয়াজ ওঠে, নেইমার বার্সায় ফিরতে চাইছেন!

Search

Follow us

Read our latest news on any of these social networks!


Get latest news delivered daily!

We will send you breaking news right to your inbox

About Author

Like Us On Facebook

Calendar