Politics

৩ ফেব্রুয়ারি ২০২০ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রতীকে নব-নির্বাচিত দুই মেয়র আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান
রবিবার এক অভিনন্দন বার্তায় ঢাকা উত্তর ও দক্ষিণে নব-নির্বাচিত দুই মেয়র এবং আ’লীগের অন্যান্য কাউন্সিলরদের বিপুল ভোটে জয়লাভ করায় তাদের সবাইকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আতিকুল ইসলাম আতিক। মোট ১ হাজার ৩১৮টি কেন্দ্রের সবকটির ঘোষিত ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট।
বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।
অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ১ হাজার ১৫০টি কেন্দ্রে নৌকা প্রতীকে তাপস পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম।
প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।