World

ইতিহাসের নজিরবিহীন বিপর্যয়ে পড়া যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পুনরুদ্ধারের বিশাল পরিকল্পনা নিয়ে আসছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকার সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় অবকাঠামোগত উন্নয়নের জন্য তিনি তাঁর পরিকল্পনার কথা জানাবেন। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটার্সবার্গ নগরীতে দাঁড়িয়ে আগামীকাল বুধবার প্রেসিডেন্ট বাইডেন তাঁর এই মহাপরিকল্পনার কথা জানাবেন। ২০১৯ সালে এই পিটার্সবার্গে দাঁড়িয়েই তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন তাঁর পরিকল্পনা বাস্তবায়নের জন্য কত অর্থের প্রয়োজন হবে, তা জানাবেন। একই সঙ্গে তিনি আভাস দেবেন, এই অর্থ কোথা থেকে আসবে।
প্রেসিডেন্ট বাইডেন অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে বড় পদক্ষেপ নিয়ে কাজ করার পরিকল্পনা নিয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি।
অবকাঠামোর দিক দিয়ে বিশ্বের ১৩তম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রকে অবকাঠামোর দিক দিয়ে আর পিছিয়ে থাকতে দেখতে ইচ্ছুক নন বর্তমান প্রশাসনের নীতিনির্ধারকেরা।
মহামারিতে বিপর্যস্ত অর্থনীতিতে নাটকীয় চাঞ্চল্য আনার ক্ষেত্রে এই মহাপরিকল্পনা কাজ দেবে বলে মনে করা হচ্ছে। আমেরিকাজুড়ে অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হলে কর্মসংস্থান বাড়বে। অর্থনীতিতে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে।
সরাসরি নাগরিক প্রণোদনার বাইরে শুধু অবকাঠামো উন্নয়নেই এক ট্রিলিয়ন ডলারের বেশি অর্থের পরিকল্পনা নেওয়ার কথা জানাতে পারেন প্রেসিডেন্ট বাইডেন। প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, প্রেসিডেন্টের ঘোষণার পরই এ নিয়ে আইনপ্রণেতারা আলোচনা শুরু করবেন।