Miscellineous

গৌরবময় বাঙালি ইতিহাসের কলঙ্কময় দিন ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট। দিনটি সমগ্র বাঙালি জাতির জন্য একই সাথে যেমন বেদনার তেমনি লজ্জার। এদিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানকে সপরিবারে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়। ঘাতকচক্র সেদিন বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তাঁর চেতনাকে ধুলিস্যাৎ করে বাঙালি জাতির স্বপ্ন ও সাফল্যের সোনালি সোপান রহিত করে এ দেশেকে পাকিস্তান হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু তারা ধ্বংস করতে পারেনি বঙ্গবন্ধুর চেতনাকে । একটি দিনের জন্য ও বাঙালি জাতি ভোলেনি বঙ্গবন্ধুকে । ১৫ ই আগস্টকে ঘোষণা করা হয়েছে জাতীয় শোকদিবস হিসেবে। এই শোককে শক্তিতে পরিণত করে বাঙালি জাতি আজ বঙ্গবন্ধুতনয়া দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে চলছে। সাংস্কৃতিক অঙ্গনে বঙ্গবন্ধুর চেতনাকে সুউচ্চে তুলে ধরার মাধ্যমে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস । বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রয়াসে কৃষ্ণপ্রহর পত্রিকাটির পঞ্চম সংখ্যা প্রকাশের উদ্যোগকে আমি স্বাগত জানাই। কৃষ্ণপ্রহর পত্রিকার লেখনির মাধ্যমে দেশের সঠিক ও প্রাসঙ্গিক ইতিহাস বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকে। আমি কৃষ্ণপ্রহর পঞ্চম সংখ্যার সাফল্য কামনা করি।
(প্রফেসর এম আব্দুস সোবহান )
উপাচার্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়