Politics

শাহীন আলম নিজেস্ব প্রতিবেদকঃদূর্গাপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির আয়োজন, সকল সরকারি, বেসরকারি, আধা-সরকারী এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও স্কুল কলেজে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার, বঙ্গবন্ধুর জীবনীর উপর সংক্ষিপ্ত আলোচনা সভা এবং সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা, নারী ভাইস চেয়ারম্যান বেগম, পৌর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ ও দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খুরশিদা বানু কণা। এছাড়াও সরকারি সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।