World

করোনা মহামারিতে গত জুলাই মাস থেকে কিছুটা সচল হচ্ছে ব্রিটিশ অর্থনীতির চাকা। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটাস্টিকের (ওএনএস) তথ্য মতে ব্রিটেনের অর্থনীতির প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পায় গত জুলাই মাসে।
দীর্ঘ লকডাউন শেষে জুলাই থেকে ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায় তা অর্থনীতির চাকায় কিছুটা শক্তি যুগিয়েছে।
তবে ব্রিটিশ অর্থনীতি এখনও গত ফেব্রুয়ারির চাইতে প্রায় ১২ শতাংশ সংকুচিত। আর জুলাইয়ের প্রবৃদ্ধির জুনের প্রবৃদ্ধির চাইতেও কম। করোনা মহামারিতেও জুনের প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৮ শতাংশ।
ইউকের ক্যাপিটাল ইকোনমিক্সের ইকোনোমিস্ট টমাস পাগ বলেন, “রেস্টুরেন্ট, পাব, হেয়ার ড্রেসার, শপিংমলগুলো হচ্ছে ব্রিটেনের অর্থনীতির মূল চাকা। এগুলো অপেন থাকলে ব্রিটেনের অর্থনীতি সবসময় সচল থাকবে।’
জুলাই থেকে সব ব্যবসা প্রতিষ্ঠান খোলার পর অর্থনীতির চাকা সচল হতে থাকে। তবে আগস্ট মাসে
“ইট আউট টু হেল্প আউট” প্রজেক্টের ফলে ব্রিটেনের অর্থনীতি আরও ঘুরে দাঁডায়।
ব্রিটিশ সরকার যে কোনো কিছুর বিনিময়ে অর্থনীতিকে সচল করতে চাচ্ছে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। যদিও ব্রেক্সিট বাস্তবায়ন হলে কিছুটা ব্যাঘাত ঘটলেও আবার সচল হবে বৃটেনের অর্থনীতির চাকা।
করোনাভাইরস মহামারি দুর্যোগ মোকাবিলা করতে ব্রিটিশ সরকারের মতো অর্থনৈতিক সহযোগিতা পৃথিবীর আর কোনো দেশের সরকার করে নাই। জনসাধারণ, ব্যবসায়ী, শ্রমিক কর্মচারী সবার জন্য বহু ধরনের সহযোগিতা ও অর্থ সহযোগিতা দিয়েছে সরকার।