Miscellineous

নিউজ : রাজশাহী নগরীর খাদেমুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফ্যান চুরির সময় সুইট (২২) ও বিশু (৩০) নামের দুইজন চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। বুধবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
এ সময় তাদের নিকট থেকে ৮টি সিলিং ফ্যান উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশে খবর দিলে বোয়ালিয়া মডেল থানার এসআই সোলাইমান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোরদের আটক করেন। ওই তাদের নিকট থেকে চুরি করা ৮টি ফ্যান জব্দ করে, থানায় নিয়ে যায়। আটককৃত সুইট ও বিশু নগরীর বোয়ালিয়া থানাধিন হাদির মোড় পদ্মার পাড় এলাকার বস্তির বাসিন্দা।
স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে স্কুলে ঢুকে ফ্যান চুরি করে নিয়ে যাবার সময় তাদের হাতেনাতে আটক করে স্থানীয়রা। এ সময় তাদের ৪টি সিলিং ফ্যানসহ আটক করে গণধোলাই দেন উত্তেজিত জনতা।
গণধোলাই খেয়ে চোরেরা স্বিকার করে আরো চারটি ফ্যান তারা চুরি করে বসতির একটি বাথরুমে লুকিয়ে রেখেছে।
পরে পুলিশকে বিষয়টি অবগত করেন স্থানীয়রা। চোরের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ বসতির একটি বাথরুম থেকে আরো চারটি ফ্যান উদ্ধার করে।স্থানীয়রা আরো বলেন, গত অনুমানিক দুই বছর আগে ওই স্কুলে তালা ভেঙ্গে একটি লক্ষাধিক টাকা মূল্যের প্রজেক্টার চুরি করে চোরেরা। এ সংক্রান্ত বিষয়ে বোয়ালিয়া থানায় একটি সাধারন ডায়েরী করেছেন স্কুল কর্তৃপক্ষ। যা আজ পর্যন্ত উদ্ধার হয় নাই।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, ৮টি ফ্যানসহ সুইট ও বিশু নামের দুইজন চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা । পূর্বের চুরির বিষয়ে তদন্ত চলছে।
এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে বাদি হয়ে চুরির মামলা দায়ের করেছেন স্কুলের প্রধান শিক্ষক জামিলা তারিম।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টার দিকে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।